জলপাইগুড়ি, ৯ মে: ভারতীয় সেনাবাহিনীর সুস্থতা, সুরক্ষা কামনায় আজ এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল জলপাইগুড়ি। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শহরের কদমতলা হনুমান মন্দিরে এবং শ্যামবাবার মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পূজা ও উপবাস কর্মসূচি—উদ্যোক্তা ছিলেন জলপাইগুড়ি বিজেপি মন্ডল একের কর্মী ও সমর্থকরা।
সেনা জওয়ানদের সুরক্ষা ও মঙ্গল কামনায় এদিন সকাল থেকেই হনুমান ও শ্যাম মন্দিরে শুরু হয় প্রার্থনা, চলে পাঠ, আরতি, উপবাস। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধানসভা কনভেনর বাপি রায়, মন্ডল এক-এর সভাপতি মনোজ কুমার শাহ, সাধারণ সম্পাদক পারিজাত ঘোষ সহ একাধিক কর্মী ও নেতৃত্ব। সকলেই নিরলসভাবে সেনাদের মঙ্গলকামনায় একাগ্রচিত্তে প্রার্থনা করেন।
মনোজ কুমার শাহ জানান, “দেশরক্ষার যুদ্ধে যারা প্রাণ বাজি রেখে পাহারা দেন সীমান্তে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং ঈশ্বরের কাছে তাঁদের সুরক্ষার প্রার্থনায় আমরা এই পূজোর আয়োজন করেছি। এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, হৃদয়ের শ্রদ্ধা।”
এই কর্মসূচির মধ্য দিয়ে আবারও উঠে এল সেই বার্তা—“সীমান্তে সেনা, শহরে আমরা—সবার দায়িত্ব দেশরক্ষার প্রার্থনা।”