শিলিগুড়ি, ১৭ মে: এসএসসি চাকরি দুর্নীতি এবং চাকরিচ্যুত শিক্ষিকদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে সরব হল বিজেপি শিক্ষক সেল। শুক্রবার বাঘাযতীন পার্কে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে শিলিগুড়ি সাংগঠনিক জেলার শিক্ষক সেলের পক্ষ থেকে তীব্র ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়।
শিক্ষক সেলের অভিযোগ, এসএসসি নিয়োগে চূড়ান্ত স্বজনপোষণ ও দুর্নীতির আশ্রয় নিয়েছে তৃণমূল সরকার। তাদের দাবি, হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে বঞ্চিত হলেও তৃণমূল ঘনিষ্ঠ একাংশ বেআইনিভাবে চাকরি পেয়েছেন।
বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিচ্যুত প্রার্থীদের উপর পুলিশি লাঠিচার্জ করা হয়, যা অমানবিক এবং গণতন্ত্রবিরোধী। সেই ঘটনার প্রতিবাদেই এই কর্মসূচি।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, এবং শিক্ষক সেলের একাধিক নেতা ও সদস্য। তাঁদের স্পষ্ট দাবি—এই সরকার আর জনগণের আস্থা ধরে রাখতে অক্ষম, তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রয়োজন।