সংবাদদাতা, জলপাইগুড়ি : কেন্দ্রীয় প্রকল্পকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ি সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে জনসংযোগ বাড়াতে চলেছে বিজেপি যুব মোর্চা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বর্ডার ভিলেজ ট্যুর’। জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তবর্তী চারটি বিধানসভা এলাকায় শুক্রবার থেকে এই অভিযান শুরু হবে। এদিন বৃহস্পতিবার জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন ভারতীয় জনতা যুব মোর্চা জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ। উল্লেখ্য জেলার ফুলবাড়ী , সদর , মেখলিগঞ্জ ও রাজগঞ্জ বিধায়সভা সীমান্তবর্তী এলাকায় চলবে এই কর্মসূচী । “বর্ডার ভিলেজ ট্যুর” অভিযানে যুব মোর্চার কেন্দ্র ও রাজ্য স্তরের নেতারা আসবেন বলে জানান বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ।
