কুমোরটুলির পর ঘোলায় ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মৃতদেহ; ধৃত ১ (ভিডিও সহ)

বিশ্বজিৎ নাথ : কুমোরটলির পর এবার ঘোলা। ট্রলিব্যাগ থেকে উদ্ধার একজনের মৃতদেহ। মঙ্গলবার রাতে ঘোলার মহিষপোতায় কল্যানী এক্সপ্রেসের ধারে ক্যাবের ডিকি থেকে উদ্ধার এই ট্রলি ব্যাগের ভেতরে থাকা মৃতদেহ। অন্ধকার জায়গায় কিছুক্ষন গাড়ি দাঁড় করিয়ে রাখায়, ক্যাবে চালকের সঙ্গে ক্যাবের দুই যাত্রীর বচসা বাধে।

তখন ঘোলার থানার টহলরত পুলিশ গাড়ি সেখানে পৌঁছয়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ হয়। এরপরই ঘটনার রহস্য প্রকাশ্যে আসে। মৃত ব্যক্তির নাম ভাগারাম সিং। রাজস্থানের বাসিন্দা মৃত ভাগারামের মুক্তারামবাবু স্ট্রিটের কাপড় ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে পুলিশ করণ সিংকে গ্রেপ্তার করেছে। পরে মোবাইলের টাওয়ার লোকেট করে কৃষ্ণরাম সিংকে ধরেছে।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, দমদম নাগেরবাজার থেকে কৃষ্ণরাম সিং ও করণ সিং ক্যাব ভাড়া করে। নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলার মহিষপোতায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করায়। ক্যাব চালকের সন্দেহ জাগলে তাদেরকে জিজ্ঞাসা করেন এখানে কেন দাঁড়ালেন। তখনই ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ওই দুই ব্যক্তি। সেই সময় ঘোলা থানার টহলরত ভ্যান সেখান থেকে যাচ্ছিল। সেই ঝামেলা দেখে পুলিশের গাড়ি দাঁড়িয়ে যায়। গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অন্য ব্যক্তিকে পুলিশ ধরে ফেলে।

ভিডিওতে শুনুন বক্তব্য

তারপর জেরা করাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গাড়ির ডিকি খুলে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় নীল রঙের একটি ট্রলি ব্যাগ। ওই ব্যাগ খুলতেই দেখা যায় সেলোটেপ দিয়ে বাঁধা একটি বস্তার মধ্যে মৃতদেহ। খবর পেয়ে ঘোলা থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ। বেশ কিছু নথিও পুলিশ উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *