শিলিগুড়ি: মালদা থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়ি হয়ে কোচবিহারে পাচারের পরিকল্পনা ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। এক মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) ও এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, মালদার বাসিন্দা সায়েম শেখ, আনোয়ার শেখ, এবং সুভাষ বর্মন মাদক নিয়ে শিলিগুড়ির পোড়াঝার এলাকায় আসে। তাদের উদ্দেশ্য ছিল কুচবিহারের বাসিন্দা সুমিত্রা বর্মনের হাতে মাদক তুলে দেওয়া। হাতবদলের সময় পুলিশ অভিযানে নেমে চারজনকে হাতেনাতে ধরে ফেলে।

ধৃতদের এনজেপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পুলিশের দাবি, এই চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শিলিগুড়ি এলাকার মাদকচক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশের এই তৎপরতা নিঃসন্দেহে মাদক পাচার রুখতে বড় পদক্ষেপ, তবে আরও বড় চক্রের সন্ধান পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।