কলকাতার স্বপ্নকথার আবৃত্তি- সঞ্চালনা- শ্রুতিনাটকের নান্দনিক সন্ধ্যা

সংবাদদাতা, জলপাইগুড়ি : কলকাতার স্বপ্নকথার উদ্যোগে আবৃত্তি, সঞ্চালনায় ও শ্রুতিনাটকের এক নান্দনিক সন্ধ্যায় ৭ই মে রবিবার স্হানীয় শতবর্ষ ভবনের কক্ষে আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিদের বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সূচিত হয়।

বিশ্ব বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চ জলপাইগুড়ি জেলা অঙ্কুরোদগম কমিটির একঝাঁক শিল্পী সমবেত সঙ্গীত পরিবেশন করার মধ্যে দিয়ে, অনুষ্ঠানকে নতুন মাত্রায় নিয়ে যায়। নিরুপম ভট্টাচার্য, রঞ্জনা সাহা, কৌস্তুরী দে সরকার, দুর্গা রায়, আরতি রায়, পুষ্পিতা ভট্টাচার্য, অলিভা ঘোষ, পায়েল গুহ রায় ও তবলায় কিংশুক বোস প্রমুখ। আমন্ত্রিত শ্রুতি নাটকে অংশ নেন প্রণব চক্রবর্তী, মন্দিরা চক্রবর্তী, অজয় কুমার বসু। সুন্দর উপস্হাপনা।

Calcutta's Swapnakatha Recitation - Performed - An aesthetic evening of audio drama

স্বপ্নকথা শিক্ষাথী কৃষ্ণা ঘোষ, দেবযানী দাস, সুস্মিতা রায়, সংযুক্তা বালা অনবদ্য পরিবেশন। কন্ঠ নাটক জুড়ি শুভাশিস ঘোষ ঠাকুর ও আত্রেয়ী ঘোষ ঠাকুর পরিবেশন উপস্হিত দর্শকদের মন কেড়ে নিয়েছেন। অপরদিকে কৃষ্ণা ঘোষ, দেবযানী দাস ও পরিকল্পনায় শিল্পী স্নাতা (স্বপ্ন কথা) পরিবেশিত বৃদ্ধা আশ্রম আবাসিকদের নিয়ে অভিনয়, গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি দর্শকের মনেছাপ রাখতে সক্ষম হয়েছেন।
সাগর গ্রুপ ডান্স নৃত্যে সুন্দর ।পরিচালনা সাগর সরকার। আবৃত্তিতে দ্রিশীতা চক্রবর্তী, প্রমীলা চ্যাটার্জি, পৌলমী ভট্টাচার্য। সঞ্চালনায় পৌলমী ভট্টাচার্য।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *