বিশ্বজিৎ নাথ : সময় আর বেশি নেই—বছর ঘুরলেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে আগেভাগেই উত্তাল হয়ে উঠছে ব্যারাকপুর। আনন্দপুরী সেন্ট্রাল রোড থেকে ওল্ড ক্যালকাটা রোড—একটির পর একটি দেওয়ালে এখন স্পষ্ট বার্তা, “এবার ২০২৬-এ বিজেপিকে চাই”।

এই পোস্টার শুধু রাজনীতির বার্তা নয়, তা যেন একটি ভাবনা, একটি চেতনা—যেখানে সনাতনদের ঐক্যবদ্ধ হবার আহ্বান। পোস্টারের নিচে লেখা নাম, “প্রচারে মিলন কৃষ্ণ আশ”। বিজেপি নেতা ও ব্যারাকপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ স্পষ্টভাবে বলছেন, “বাংলাদেশে যেমন সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাতেও একই চিত্র ফুটে উঠছে। এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর। বাংলায় সনাতনীদের রক্ষা করতে হলে বিজেপি সরকার দরকার।”

তিনি আরও বলেন, “এই পোস্টার কোনও সাময়িক প্রচার নয়। এটি বাংলার সনাতন সমাজের অস্তিত্ব রক্ষার ডাক। রামনবমীর মত শুভ উপলক্ষে এই বার্তা ছড়িয়ে দিতে চাই, যাতে আমরা একসাথে দাঁড়াতে পারি—ভয়হীন, সংগঠিত আর আত্মবিশ্বাসী হয়ে।”
রাজনৈতিক মহল মনে করছে, এই পোস্টার রাজনীতির ময়দানে নতুন মোড় আনতে চলেছে। তবে এর বাইরেও এই বার্তার মধ্যে রয়েছে এক মানবিক সুর—সনাতন সমাজের অস্তিত্ব, বিশ্বাস আর নিরাপত্তার দাবি।
২০২৬-এর ভোটের দামামা এখনও না বাজলেও, ব্যারাকপুরে এই পোস্টার প্রমাণ করে দিয়েছে—লড়াই শুরু হয়ে গেছে। এবার দেখার পালা, বাংলার মানুষ কী বার্তা দেন আগামী দিনে।