নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

সংবাদদাতা, মুর্শিদাবাদ : এবার মুর্শিদাবাদের বড়ঞাতে সিবিআই হানা। আবারও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা। এবার মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার আধিকারিক। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রেই বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা৷ বাড়ির মূল গেট বন্ধ করে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ গোটা বাড়ি ঘিরে রেখেছেন সিআরপিএফ জওয়ানরা৷

CBI raids the house of a Trinamool MLA again in recruitment corruption case

সিবিআই আধিকারিকরা যখন হানা দেন, সেই সময় তৃণমূল বিধায়কের বাড়ির ভিতরেই ছিলেন দলের বড়ঞা ব্লক সভাপতি সামশের দেওয়ান, মহিলা নেত্রী তথা বড়ঞা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ টলি বেগম সহ দলের একাধিক নেতারা৷ সিবিআই আধিকারিকরা তাঁদেরও বাড়ি থেকে বেরনোর অনুুমতি দেননি৷ ফলে তৃণমূল বিধায়কের বাড়ির ভিতরে ওই নেতানেত্রীরাও আটকে রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *