শতবর্ষপূর্তি শোভাযাত্রা জলপাইগুড়ি আনন্দ মডেল উচ্চবিদ্যালয়ের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ জানুয়ারি’২৪ : পুলিশ ব্যান্ড এবং আদিবাসী নৃত্যের তালে শুরু হলো স্কুলের শতবর্ষ উদযাপন। উত্তরবঙ্গের অন্যতম প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ির আনন্দ মডেল উচ্চবিদ্যালয়।

ইংরেজ শাসনকালে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রসারের লক্ষ্যে তৎকালীন চা শিল্পপতি আনন্দচন্দ রাউতের দান করা জমিতে ১৯২২ সালে স্থাপিত হয় এই বিদ্যালয়। সেই থেকে আজ পর্যন্ত হাজার হাজার ছাত্র এই বিদ্যালয়ের গুরুজন সম শিক্ষকদের স্নেহে লালিত পালিত হয়ে দেশ বিদেশের মাটিতে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। বৃহস্পতিবার সেই আনন্দ মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কর্মসূচির সূচনা হলো এক বর্ণাঢ্য প্রভাতফেরীর মধ্য দিয়ে।

এদিন স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় স্কুলের বর্তমান, প্রাক্তন ছাত্র সহ অবসরপ্রাপ্ত এবং বর্তমান শিক্ষকেরা যেমন পা মেলান, সেই সঙ্গে জেলা পুলিশের ব্যান্ড এবং চা বাগানের আদিবাসী নৃত্যশিল্পীদের অংশগ্রহণে জমজমাট রূপ নেয় শতবর্ষ উদযাপন কর্মসূচির সূচনা।

Centenary procession of Jalpaiguri Anand Model High School

স্কুলের প্রধান শিক্ষক সৈকত ঘোষ জানান, এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দ মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কর্মসূচির সূচনা হলো। আগামী ১৩ই জানুয়ারি থেকে তিনদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে শহরের মিলন সংঘ ময়দানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *