সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ জুলাই’২৩ : সরকারি নিয়ম মেনে হাউজ ফর অল প্রকল্পের যে সকল উপভোক্তা বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেছেন তাঁদের প্রশংসাপত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা। আরবান দফতর থেকে আসা প্রশংসাপত্র বৃহস্পতিবার পুরসভার প্রয়াস হল ঘরে এক কর্মসূচির মধ্য দিয়ে ২৫টি ওয়ার্ডের দশজন করে মোট আড়াইশো জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হল। ২০১৫-১৬ সাল থেকে ২০১৯-২০ পর্যন্ত প্রায় আট হাজার জলপাইগুড়ি পুর এলাকার উপভোক্তা হাউজ ফর অল প্রকল্পের ঘর পেয়েছেন। এদের মধ্যে যেসকল উপভোক্তা সরকারি নিয়ম মেনে প্রত্যেক ধাপের টাকার জন্য আবেদন করছেন তাদের ঘর তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। তাদের থেকে প্রত্যেক ওয়ার্ডের দশজনকে প্রতীকি হিসেবে ডেকে প্রশংসাপত্র তুলে দেওয়া হল। ধাপে ধাপে সকলকে প্রশংসাপত্র তুলে দেওয়া হবে জানালেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল।
এদিকে হাউস ফর অল প্রকল্পের দ্বায়িত্বে থাকা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন, “আড়াইশো উপভোক্তাকে প্রথম ধাপে এই প্রথম প্রশংসাপত্র দেওয়া হল। ধাপে ধাপে প্রশংসাপত্র সকলকে তুলে দেওয়া হবে যারা সরকারি নিয়ম মেনে ঘর তৈরি করবেন।” এদিন মঞ্চে ডেকে উপভোক্তাদের প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল তপন বন্দ্যোপাধ্যায় এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।