গাড়ি থেকে নেমে স্কুলের পড়ুয়াদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদদাতা, মালবাজার, জলপাইগুড়ি, ১৯ অক্টোবর : হোম স্টে থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার মাল আদর্শ বিদ্যা ভবনে আসার সময় রাস্তার পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ে নেমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তেশিমলা সংলগ্ন হায় হায় পাথার বিএফপি স্কুলের সামনে নেমে যান মুখ্যমন্ত্রী। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে খুনসুটি করতেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি স্কুলের পড়ুয়ারা থেকে শুরু করে শিক্ষিকা ও অভিভাবকরা। বাচ্চারাও খুব খুশি, তবে ভয়ে কিছুই জানাতে পারেনি অনেকে বাচ্চাই। প্রথম শ্রেণীর কোয়েল রায় বলে, দিদি আমাদের ভাল করে পড়াশোনার কথা বলেছে। অভিভাবকরা সামনে যেতে না পারলেও তারা মুখ্যমন্ত্রীকে স্কুলের উন্নতিকরণের জন্যে কথা জানিয়েছেন। তাদের কথায় মুখ্যমন্ত্রীর সামনে যেতে পারলে স্কুলটিকে সাজিয়ে তোলার কথা জানাতেন।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা বুলবুল থাপা বলেন, আমাদের বিদ্যালয়ের পড়ুয়ারা দিদিকে দেখার জন্য বাইরে দাড়িয়েছিল। দিদি এখান দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের দেখে নেমে যান এবং বাচ্চাদের আদর করেন। তাদের ভাল করে লেখাপড়া করার কথা বলেন। দিদিকে দেখে আমরা সকলেই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *