মেচেনী মেলার রঙিন আসর জলপাইগুড়ির রাজবাড়ী দিঘীপাড়ে; পুরস্কারে থাকছে রুপোর ছাতা

নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: লোকসংস্কৃতির ঐতিহ্য বহন করে চলা ২৭তম মেচেনী মেলা আবারও প্রাণ ফিরে পেল জলপাইগুড়ির রাজবাড়ী দিঘীর পাড়ে। দুইদিনব্যাপী এই মেলা আয়োজন করেছে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চ। শনিবার শুরু হওয়া এই সাংস্কৃতিক উৎসব চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

প্রথম দিনের মূল আকর্ষণ ছিল সেমিফাইনাল পর্ব, যেখানে স্থানীয় ও দূরের নানা প্রতিযোগী দল মেচেনী পরিবেশনার মধ্য দিয়ে তাদের প্রতিভা মেলে ধরে। আগামীকাল ফাইনাল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচিত সেরা দলগুলি।

সংগঠনের সম্পাদক তরুণ কুমার রায় জানালেন, “ফাইনালে পৌঁছানো দলগুলির মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হবে রুপোর ছাতা। সেইসঙ্গে থাকবে আকর্ষণীয় আর্থিক পুরস্কার। তবে যারা সেরা তিনে না উঠলেও, বাকি দলগুলিকে দেওয়া হবে সাম্মানিক অর্থ পুরস্কার।”

Colorful Mecheni Mela at Rajbari Dighipara in Jalpaiguri; Silver umbrellas among the prizes

মেলার মূল লক্ষ্য, উত্তরবঙ্গের লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে তার প্রতি আগ্রহ সৃষ্টি করা। রাজবাড়ী দিঘীপাড়ের মাটিতে জমে উঠেছে উৎসবের আবহ—একদিকে সুর, ছন্দ ও নৃত্যের ছটা, অন্যদিকে প্রতিযোগিতার টানটান উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *