
সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ জুন ২০২৩ : জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিভাগে অস্থি সংক্রান্ত সমস্যার রোগীদের অপারেশন না করিয়ে ওয়ার্ডে ফিরিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বুধবার এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয় পরিজনেরা। যদিও বিকেলের দিকে ফিরিয়ে দেওয়া রোগীকে ফের ওটি’তে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করা হয়।

সদর ব্লকের চেওড়াপাড়ার বাসিন্দা আশা বিশ্বাস বলেন, তিন সপ্তাহ ধরে বাবার হাঁটুতে অপারেশন করা হবে বলা হচ্ছে। অপারেশন থিয়েটারে চারটে পর্যন্ত না খেয়ে থাকতে হচ্ছে তাকে। প্রতি সপ্তাহেই অপারেশন না করিয়েই আবার বেডে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ব্যথায় কষ্ট পাচ্ছেন বাবা। এভাবে চলতে পারেনা বলে তিনি জানান।

তরুণ দল এলাকার কৌশিক বসাক বলেন, মায়ের অপারেশন হওয়ার কথা রয়েছে। আজ এনাসথেটিস্ট না থাকার কারণে অপারেশন হবে না বলে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়। আমার মত অনেক রোগীর আত্মীয়রাই পরিজনরাই এভাবে দিনের পর দিন ঘুরছেন। দূরদূরান্ত থেকে মানুষ এসে ভোগান্তির শিকার হচ্ছেন বলে তিনি জানান। যদিও এদিন বিকেল থেকেই ফের ওটি শুরু হয়েছে।

এ বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খাঁ টেলিফোনে জানান, জরুরী ভিত্তিতে ওই রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।