জলপাইগুড়ি ভূমি রাজস্ব দপ্তরের স্বচ্ছতার দাবিতে কংগ্রেসের ডেপুটেশন

“জমি নিয়ে চলমান অনিয়ম রোধ করা আমাদের মূল লক্ষ্য। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে স্বচ্ছতা আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
– পিনাকী সেনগুপ্ত, জেলা কংগ্রেস সভাপতি।

জলপাইগুড়ি : জলপাইগুড়ির রাজবাড়িপাড়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের স্বচ্ছতার দাবিতে আজ সদর ব্লক (১ ও ২) এবং শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিএলআরও দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বেআইনিভাবে অর্থের বিনিময়ে জমির চরিত্রবদল বন্ধ করা, আদিবাসীদের জল-জঙ্গল-জমির অধিকার সুরক্ষিত করা, জমির রেকর্ড পরিবর্তনের অবৈধ প্রক্রিয়া বন্ধ করা এবং জমির স্বত্বহীন পরিবারদের লিজ পত্র প্রদান। এছাড়াও, বিএলআরও দপ্তরে দালাল রাজ বন্ধ করার দাবি জানানো হয়েছে।

জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “ভূমি দপ্তরে দুর্নীতি এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জমির অধিকার সুরক্ষিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

এদিনের ডেপুটেশনে কংগ্রেস নেতৃত্ব তাদের দাবি নিয়ে সরব হন এবং জানান, যদি এই দাবিগুলি অগ্রাহ্য করা হয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

সংগঠনের দাবি
১. বেআইনি অর্থের বিনিময়ে জমির চরিত্র পরিবর্তন বন্ধ।
২. আদিবাসীদের ভূমির অধিকার রক্ষা।
৩. জমির রেকর্ড পরিবর্তন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা।
৪. স্বত্বহীন পরিবারদের জমির লিজ পত্র প্রদান।
৫. বিএলআরও অফিস থেকে দালাল রাজ বন্ধ করা।

ডেপুটেশনের সময় কংগ্রেস নেতারা দাবি করেন, সাধারণ মানুষের জমি রক্ষার এই লড়াইয়ে প্রশাসনকে দ্রুত কার্যকর ভূমিকা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *