জলপাইগুড়িতে বাড়ছে করোনা, সকলকে মাস্ক ব্যবহার ও সচেতন থাকার পরামর্শ পুর কর্তৃপক্ষের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ জুলাই ২০২২ : ফের জলপাইগুড়ি শহরে করোনার চোখ রাঙানি। নতুন করে আবার করোনায় আক্রান্ত হলেন কয়েক জন। ৪৮ ঘণ্টায় শহরে মোট আক্রান্ত সাতজন। সকলকে মাস্ক ব্যবহার ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুর কর্তৃপক্ষ। শনিবার জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষের তরফে জানা গেছে, শুক্রবার করোনার আক্রান্ত হয়েছিলেন পাঁচজন। শনিবার নতুন করে আরও দু’জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি চিহ্নিত করে জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পুর কর্তৃপক্ষ।

পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চাট‍্যাজি বলেন,”দুই দিনে সাত জন আক্রান্ত হয়েছেন শহরে। ২৪ ঘন্টায় ভারতবর্ষে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার। ফলে এ ঘটনা থেকে বোঝা যায় ফের করোনার আরেকটি ওয়েব আসলেও আসতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। যদি করোনা পরীক্ষা করা হয় তাহলে এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে অনুমান তাঁর। তাই শহরবাসীর উদ্দেশ্যে ফের একবার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *