জলপাইগুড়ি: ট্রেন লাইনের ধারে এক এনবিএসটিসি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির কাদোবাড়ি এলাকায়। মৃত কর্মীর নাম সন্দীপ সাহা (৪২)। বাড়ি পান্ডাপাড়ায়। তিনি ময়নাগুড়ি ডিপোতে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, চার দিনের ছুটি নিয়ে শুক্রবার বাড়ি ফিরেছিলেন সন্দীপবাবু। এরপর শ্বশুরবাড়ি কোরানিপাড়ায় যান। সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই কাদোবাড়ি এলাকায় রেল লাইনের উপর তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। রেল পুলিশের অনুমান, তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছেন। তবে পরিবারের দাবি, সন্দীপবাবুর এমন কোনো মানসিক অবসাদের লক্ষণ তারা লক্ষ্য করেননি। ফলে তাঁর মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

আজ জলপাইগুড়ি জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। তদন্ত চলছে।
স্থানীয়দের একাংশের মতে, এই মৃত্যু নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখা জরুরি। জলপাইগুড়ির নিরিবিলি কাদোবাড়ি রেলপথ এখন শুধুই এক অজানা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে।