সংবাদদাতা, জলপাইগুড়ি : সিবিআই দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রোখা যায় নি যাবে না, স্লোগান তুলে জলপাইগুড়িতে শুরু দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা যুব তৃনমূল সভাপতি সৈকত চ্যাটার্জীর উদ্যোগে পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়।

দিদির সুরক্ষা কবজ কর্মসূচির সূচনা হয় শহরের শান্তিপাড়া কালি বাড়িতে পূজো দিয়ে। পুরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ যুব তৃনমূল কর্মী সমর্থকরা একটি মিছিল করে এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন করে। এই প্রসঙ্গে জেলা যুব তৃনমূল সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন, বিজেপি সিবিআই, ইডি’কে দিয়ে তৃনমূল কংগ্রেসকে আটকাতে পারবে না।

আমরা সাধারণ মানুষের স্বার্থে করা নানান পরিষেবার বিষয় নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে চলেছি আজ এই কর্মসূচির মধ্যে দিয়ে।
