সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে বাড়ি বাড়ি ধরে প্রচার

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর’২৩ : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পুর নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রার উদ্যোগ গ্রহণ করলো পুর কর্তৃপক্ষ।

Door-to-door campaign to advance the solid waste management project

মাইকিং করে প্রচারের পাশাপাশি লিফলেট বিলি করার পাশাপাশি প্রত্যেকের বাড়ির রান্না ঘরে লিফলেট টাঙিয়ে দেওয়া হয় এদিন পুরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল, উপ পুরপিতা সৈকত চাট‍্যাজি সহ অন্যান্যরা। বুধবার শহরের ৮ নম্বর ওয়ার্ডে এক শোভাযাত্রার মধ্য দিয়ে বাড়ি বাড়ি ধরে প্রচার করা হয় পুরসভার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *