কোলের শিশু পুত্রকে বিক্রি করে দেবার অভিযোগ মাদকাসাক্ত বাবা-মায়ের বিরুদ্ধে

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৩ জুলাই’২৩ : কোলের শিশু পুত্রকে বিক্রি করে দেবার অভিযোগ উঠল মাদকাসক্ত বাবা-মায়ের বিরুদ্ধে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায়। স্থানীয়দের দাবি, বাচ্চার কথা জিজ্ঞেস করলে বাবা-মা বলতেন মামার বাড়িতে আছে। কিন্তু বাচ্চাটিকে বিক্রি করে দেওয়া হয়েছে, তা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযোগ, বাচ্চার বাবা ও মা জয়দেব চৌধুরী ও সাথী চৌধুরী নেশাভানে আসক্ত থাকতেন।

এমনকি বাড়িতে ওরা মাদকদ্রব্য বিক্রি করতেন। আট মাসের শিশু পুত্রকে বিক্রির অভিযোগে ইতিমধ্যেই খড়দা থানার জয়দেব চৌধুরী ও তাঁর স্ত্রী সাথী চৌধুরী এবং বাচ্চাটির ঠাকুরদা কানাই চৌধুরীকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন এবং স্থানীয় কাউন্সিলর তারক গুহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *