মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের চা বাগান

কিবরিয়া হোসেন, ডুয়ার্স, ১ ডিসেম্বর’২৩ : কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক জনসভায় বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্ব আর তারপরেই সাত দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ও বানারহাট এলাকায় বিভিন্ন মাঠ পরিদর্শনে জেলাশাসক জেলা পুলিশ সুপার ও তৃণমূল নেতৃত্ব।

বলা ভালো, ২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে নিয়েছে রাজ্যের শাসক দল। আর শাসকদলের সুপ্রিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগেই বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগান। তবে ঠিক কি কারণে পরিচালন কর্তৃপক্ষ বাগান ছেড়ে পালিয়ে গেল উড়ছে একাধিক প্রশ্ন যার কোন উত্তর মিলছে না মালিক পক্ষ থেকে শুরু করে শ্রমিক মহল্লায়।
জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্সের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়া, রিয়া বাড়ি চা বাগানের শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন চা বাগান কর্তৃপক্ষ শ্রমিক আইন বিরোধিতা করে শ্রমিকদের সময় অতিরিক্ত পারিশ্রম দেওয়ার চাপ সৃষ্টি করায় শ্রমিকরা আন্দোলন মুখী হওয়ার আগেই বাগান ছেড়ে পালিয়ে যায়। তবে ইতিমধ্যেই শ্রম দপ্তরের সঙ্গে কথা হয়েছে একটা সার্বিক সুরাহা তারা করবেন। এদিকে গোটা ঘটনায় শাসক দলকে এক হাত করে নিয়েছে জেলা বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *