সংবাদদাতা, জলপাইগুড়ি : আড়তদার ও পাইকারি মাছ বিক্রেতাদের মধ্যে পাওনাগন্ডা নিয়ে বিবাদের জেরে জলপাইগুড়িতে বন্ধ হয়ে গেল মাছ নিলাম। যার জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারন ক্রেতারা। জলপাইগুড়ি শহরের দিনবাজারে রয়েছে মাছের সবচাইতে বড় আড়ত। ২৬ জন আড়তদার রয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে মাছ এনে তা নিলামে বিক্রি করেন তারা। এই আড়তদারদের থেকে মাছ কিনে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন বাজার গুলোতে সেই মাছ বিক্রি করেন পাইকারেরা। পয়লা বৈশাখের পর থেকে ছাড় নিয়ে আড়তদারদের সঙ্গে পাইকারদের বিবাদ শুরু হয়েছে। তা হাতাহাতি পর্যন্ত গড়ানোয় এদিন সকাল থেকে মাছ নিলাম বন্ধ রেখেছেন আড়তদারেরা। যার জেরে বিভিন্ন বাজারে মাছের যোগান না যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারন ক্রেতারা।
