IPL 2025 : ইডেন যেন অচেনা! ১৯৯ রানের লক্ষ্য, মুখ থুবড়ে পড়ল নাইটরা

স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেন্সে ঘরের মাঠ, চেনা বাইশ গজ—তবু যেন অচেনা লাগল সবই। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্লে-অফের টিকিটের দৌড়ে থাকা নাইট রাইডার্সকে কার্যত টুঁটি চেপে ধরল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে GT তোলে ১৯৮ রান। জবাবে ৩৯ রানে ম্যাচ হারল KKR। এমন লজ্জাজনক হারের পর প্রশ্ন উঠছে—এই দল কি আদৌ ট্রফির দাবিদার?

শুভমন গিলের দুরন্ত ৯০ রান, সাই সুদর্শনের স্টেডি ৫২ এবং জস বাটলারের বিস্ফোরক ৪১ রান মিলে পাহাড় গড়ে দেন গুজরাতের ব্যাটাররা। অন্যদিকে, বোলিংয়ে কেকেআরের বৈভব আরোরা, হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল প্রত্যেকে একটি করে উইকেট নেন—কিন্তু তাতে বিশেষ কিছু রক্ষা হয়নি।

দলে কি নেতৃত্বের অভাব?

কেকেআরের অধিনায়কত্বে আজও সেই পুরনো সমস্যা। ৫০ রানের ইনিংস খেললেও রাহানের মস্তিষ্ক থেকে বেরোয়নি কোনও চমকপ্রদ পরিকল্পনা। সিদ্ধান্তে ছিল না কোনও সাহস, ছিল না নতুন কিছু করার ছাপ। পিচ পছন্দে গলদ, বোলিং রোটেশনেও ধন্দ।

পুরোনো কোচ গৌতম গম্ভীরকে আজ ফের মনে পড়ল ইডেনের দর্শকদের। বর্তমান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দলগঠন, পিচ বিশ্লেষণ এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি—সবই এখন প্রশ্নের মুখে। মাঠে নামা খেলোয়াড়দের মধ্যে যে জেতার খিদে থাকা উচিত, সেটা আজ আদৌ দেখা গেল না।

নিলামে ভুল? না কি শুধুই ভাগ্যহীনতা?

ভেঙ্কটেশ আইয়ারের মতো হাই-প্রোফাইল ব্যাটার বারবার ব্যর্থ হচ্ছেন। ফিল্ডিংয়ে অমনোযোগ, ক্যাচ ফেলা, বাজে বডি ল্যাংগুয়েজ—সব মিলিয়ে মনে হল না কেকেআর কোনও পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল।

এই হারের পর কেকেআরের সামনে কঠিন সমীকরণ—বাকি ৬ ম্যাচের মধ্যে অন্তত ৫টিতে জিততেই হবে। তবেই ১৬ পয়েন্টে পৌঁছে প্লে-অফে ঢোকার একটা সম্ভাবনা তৈরি হতে পারে।

অন্যদিকে, ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কার্যত প্লে-অফের দরজা খুলে ফেলেছে গুজরাত টাইটান্স। শুভমন গিল-রশিদ খানেরা এই ছন্দে থাকলে ট্রফির আরও একবার দাবিদার হতেই পারে।

শেষ প্রশ্ন—এটা শুধুই আরেকটা খারাপ দিন, না কি একটা দল হিসেবে কেকেআর নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *