ফের শুরু হল অষ্টম ‘দুয়ারে সরকার’ শিবির জলপাইগুড়ি পুরসভায়

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বর’২৩ : আজ শুক্রবার থেকে শুরু হল রাজ্য সরকারের নির্দেশে ফের অষ্টম ‘দুয়ারে সরকার’ শিবির। শিবির থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধে পাবেন নাগরিকরা। শহরের ডিবিসি রোডের মাদ্রাসা ময়দানে শুরু হল শিবির চলবে ৩১ডিসেম্বর পর্যন্ত। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ‍্যসাথী, আধার সংক্রান্ত , কৃষি জমির মিউটেশন এবং পাট্টার আবেদন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, রূপশ্রী সহ মোট ৩৬টি প্রকল্পের সুবিধে পাওয়া পাওয়া যাবে । এছাড়াও বার্ধক্য ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা/ পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন এছাড়া শহরের ছোট ছোট শিল্পী যাঁরা হাতের কাজ করেন তাঁদের নাম নথিভুক্ত করা হবে।

শ্রম দফতরের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিসংখ্যা জানতে রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে আওতাভুক্ত করতে জোর দেওয়া হয়েছে বলে দাবি। শহরের ২৫টি ওয়ার্ডের বুথ ধরে ধরে নাগরিকদের সরকারি সুবিধে দেওয়া হবে মাদ্রাসা মাঠের শিবির থেকে এছাড়া বিভিন্ন ওয়ার্ডে মিলবে এই সুবিধে। চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন,”এই শিবির থেকে মোট ৩৬ প্রকল্পের সুবিধে নিতে পাবেন নাগরিকরা। এক জায়গায় থেকে সব সুবিধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *