ডুয়ার্স : আবারও প্রমাণ হল, সতর্কতা ও মানবিকতা মিললে রক্ষা পায় প্রাণ। ডুয়ার্সের সেভক ও গুলমা স্টেশনের মাঝে জঙ্গল ঘেঁষা রেললাইনে আচমকাই উঠে পড়ে একটি বন্য হাতি। ঠিক সেই সময় গতকাল বিকেলে দ্রুতগতিতে ছুটে আসছিল আলিপুরদুয়ার-এনজেপি এক্সপ্রেস।

তবে ট্রেন চালক জে. জে. সরকার ও সহকারী চালক ডি. বাগদিয়ার চোখ এড়ায়নি সেই মুহূর্ত। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন তাঁরা। ট্রেন দাঁড়িয়ে পড়ে রেললাইনের ওপরেই। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হাতিটি নিজে থেকেই জঙ্গলমুখো হলে ফের ছেড়ে দেওয়া হয় ট্রেন।

পরিবেশপ্রেমীরা এই ঘটনার প্রশংসা করে বলেন, “মানবিকতা যখন চালকের আসনে বসে, তখনই রক্ষা পায় প্রকৃতি।” এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, বনাঞ্চলের ভিতর দিয়ে চলা ট্রেনগুলিতে কতটা সতর্ক ও সংবেদনশীল হতে হয় চালকদের। আজ, একটি তৎপর সিদ্ধান্তের জন্যই রক্ষা পেল একটি প্রাণ—আর এটাই এই ঘটনার আসল সাফল্য।