সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ ডিসেম্বর’২৩ : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে গাড়ি করে নোংরা আবর্জনা সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ।

প্রকল্পকে আরও সক্রিয় করে তুলতে রাজ্য সরকারের সহযোগিতায় বর্জ্য সংগ্রহের জন্য দশটি নতুন গাড়ি কাজে লাগানো হচ্ছে। এই গাড়ি কিংবা ট্রলি গুলিকে বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহ করার কাজে ব্যবহার করা হবে বলে দাবি পুরকর্তৃপক্ষের। শহরকে জঞ্জালমুক্ত করতে এক সময় একাধিক জায়গায় ডাস্টবিন বসানো হয়েছিল ঘটা করে। বর্তমানে প্রায় সব ডাস্টবিন ভেঙে পরে আছে। সেখানে নোংরা আবর্জনা ফেলছেন অনেকে। যদিও নতুন করে সেই সব জায়গায় ডাস্টবিন বসানো হবে না জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

কারণ প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক পুর নাগরিকের বাড়িতে এর জন্য দেওয়া হয়েছে নীল ও সবুজ বালতি। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে দু’টি বালতিতে রাখতে বলা হচ্ছে পুরসভার তরফে। পুরসভার দাবি, প্রত্যেক বাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হচ্ছে, এই কারণে ডাস্টবিন বসানো হচ্ছে না। পচনশীল বর্জ্য দিয়ে বালা পাড়ার ডাম্পিং গ্রাউন্ডে সার তৈরি করার প্রক্রিয়া চলছে। অপচনশীল বর্জ্য পুনরায় ব্যবহার করা যায় কিভাবে সেটাও দেখা হচ্ছে।

পুরমাতা পাপিয়া পাল বলেন, ”সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজে জোর দেওয়া হয়েছে। এই কারণে নতুন ট্রলিগুলি বিভিন্ন এলাকায় বসানো হবে। সেখানে নোংরা জমা করে বালা পাড়ার ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে।”