সংবাদদাতা, জলপাইগুড়ি : এলাকায় সেচের ব্যাবস্থা না থাকলেও বোরো ধান চাষে খামতি নেই বিবেকানন্দপল্লীর কৃষকদের। শুরু হয়েছে বোরো ধান চাষের মরসুম। বোরো রোপনের পর লাগাতার চলছে পরিচর্যা। পরিচর্যার পর স্যালো দিয়ে চলছে এখন জল দেওয়ার কাজ।

স্থানীয় কৃষক নারায়ণ সরকার বলেন, এখানে সরকারীভাবে কোন সেচের ব্যবস্থা নেই। আমরা যারা বোরো ধান চাষ করি। তাঁরা নিজেরাই স্যালো মেশিন দিয়ে জল এনে বোরো ধান চাষ করি। বিঘা প্রতি ১৭- ১৮ মন ধান ফলানো যায়। সার এবং তেলের দাম বেশী । বোরো ধান চাষ করে পোষানোর কিছু নেই। এক মরসুমে কিছু ধান ঘরে তুলে খেয়ে পড়ে বাঁচতে পারি তাই চাষ করা।

অন্যদিকে আর এক চাষি দিলীপ কির্তনীয়া বলেন, ফার্মের থেকে বোরো চাষে সার পেয়েছি। বোরো চাষে ভাল কাজ হয়েছে। প্রায় সোয়া তিন বিঘা বোরো ধান চাষ করেছি। এখন খরা মরসুমে বোরো ধান চাষ করতে যথেষ্ট সেচের প্রয়োজন। এখানে সরকারিভাবে সে রকম সেচের ব্যাবস্থা নেই। নিজেরাই স্যালো দিয়ে জমিতে জল দিয়ে চাষ করি। এছাড়াও এখানে ভুট্টা ভ্যান্ডি থেকে শুরু করে সব সবজিই ভালই চাষ হয়। তবে ভরসা শুধু স্যালো মেশিন। যাদের মেশিন নেই তারা এই ফসল ফলাতে পারছেন না বলে জানান তিনি।
