সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর’২৩ : অবশেষে আদালতে আত্মসমর্পন জলপাইগুড়ি ভুয়ো নার্সিং সেন্টারের কর্নধার শান্তনু শর্মার। বুধবার অভিযুক্ত শান্তনু শৰ্মা জলপাইগুড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করেন।

সূত্রের খবর, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর শহরের পাণ্ডাপাড়ার ‘ভুয়ো’ নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দফতর।

অভিযোগ, অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দীর্ঘদিন থেকে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে ‘ভুয়ো’ প্রশিক্ষণ দিচ্ছিলেন সেন্টারের কর্ণধার। অভিযোগ উঠতেই মূল অভিযুক্ত শান্তনু শৰ্মা ছিলেন পলাতক।

অভিযুক্তের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পরতেই বৃহস্পতিবার জেলা আদালতে ছুটে আসে প্রতারিত ছাত্রীরা।