গাড়ির বকেয়া ট্যাক্স জমা করলে ফাইন ১০০ শতাংশ মুকুব করা হবে- রাজ্যের পরিবহন মন্ত্রী

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৫ জানুয়ারি’২৪ : উত্তরবঙ্গের সব জেলাকে নিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের কনফারেন্স রুমে বৈঠক করলেন রাজ‍্যের পরিববহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, জানুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারির মধ্যে গাড়ির বকেয়া ট্যাক্স জমা করলে সেই ট্যাক্সের ওপর ধার্য হওয়া ফাইন ১০০ শতাংশ মুকুব করা হবে।

Fines will be 100 per cent waived off on deposit of vehicle tax arrears - State Transport Minister

তিনি আরও জানান, একই ভাবে যে সমস্ত গাড়ির ফিটনেস এবং পারমিট করানো হয়নি, সে ক্ষেত্রেও জানুয়ারি মাসের মধ্যে এই দুটি করালে সম্পূর্ণ ফাইন মুকুব করা হবে। যে সমস্ত গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে, ফিটনেস এবং পারমিট রিনিউ করা হয়নি, সেই সমস্ত গাড়ির মালিকদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ওয়েভার স্কিমের মধ্য দিয়ে বকেয়া ট্যাক্স জমা করার সুযোগ করে দিয়েছেন‌ বলে জানান রাজ‍্যের পরিবহন মন্ত্রী‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *