ছাত্রীদের নিজেদের হাতে তৈরি রকমারি খাদ্যের স্টল দিয়ে খাদ্য উৎসব (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জানুয়ারি’২৪ : ছাত্র সপ্তাহ উপলক্ষ্যে খাদ্য উৎসব অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন আনুষ্ঠানিকভাবে খাদ্য উৎসবের সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তপন ব্যানার্জি।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা শিক্ষিকারা। পাঁচ থেকে ছয় রকমের মুখরোচক খাবারের ষ্টল দেওয়া হয়েছিল এখানে।

Food festival with various food stalls made by students

ছাত্রীদের মধ্যে খাওয়ার তৈরির জন্য আগ্রহ বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিন বিভিন্ন খাবারের স্টলে ছিল বিভিন্ন পিঠে, পুলি, পায়েস, ভাজা সহ আরো অন্যান্য অনেক কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *