কলকাতা : আজ সন্ধেয় তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এদিন সকালেই দিল্লী উড়ে গেলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, দলের ডাক পেয়ে তিনি মোদীজীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। দলের খারাপ ফলাফল নিয়ে তাঁর প্রতিক্রিয়া, জোর করে ভোট করানো হয়েছে। গণনায় কারচুপি করা হয়েছে। পয়সার বিনিময়ে অবজারভার গুলো বিক্রি হয়ে গেছে। খারাপ ফলের পিছনে অনেকগুলো বিষয় রয়েছে। বঙ্গের গেরুয়া শিবিরের একাংশ নেতা দাবি করছেন দলের কৌশলগত ভূল ছিল। তা নিয়ে অর্জুনের মন্তব্য, তিনি এটা বিশ্বাস করেন না। দলের কর্মীরা যথেষ্ট কাজ করেছে। যারা এটা বলছেন, সেটা পাবলিকলি না বলাই ভালো। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সারা বাংলার মানুষ স্পষ্টভাবে দেখেছে। ফিরহাদ হাকিমের টেম্পোরারি শপথ মন্তব্য নিয়ে অর্জুন সিং বলেন, উনি অপেক্ষা করুন। উনি থাকবেন কি থাকবেন না। কিন্তু মোদীজি থাকবেন। উনি কবে ভেতরে যাবেন সেটা নিয়ে চিন্তা করুন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না।
