জলপাইগুড়ি: চরিত্র গঠনের মাধ্যমে দেশ গঠনের লক্ষ্যে জলপাইগুড়িতে শুরু হয়েছে চারদিনব্যাপী যুব প্রশিক্ষণ শিবির। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছে ৩২৭ জন যুবক।
শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এটি ৪১তম উত্তরবঙ্গ আঞ্চলিক যুব শিক্ষণ শিবির, যা পরিচালিত হচ্ছে উত্তরবঙ্গ পরিচালন সমিতির তত্ত্বাবধানে।

শিবিরের মূল উদ্দেশ্য— স্বামী বিবেকানন্দের জীবনদর্শন ও মানবতাবাদী আদর্শকে সামনে রেখে তরুণ সমাজকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। ১৪ মে শুরু হওয়া এই শিবির চলবে ১৭ মে পর্যন্ত। প্রতিদিনের সেশনে থাকছে—আত্মনির্ভরতা, নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের পাঠ।
শিবিরের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন অসংখ্য যুবক ও বিশিষ্টজন। সকলে একসুরে শপথ নেন— বিবেকানন্দের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করার।
অনিন্দ্য বসু, সহ সম্পাদক, অখিল ভারত যুব মহামন্ডল (জলপাইগুড়ি) বলেন, “এই শিবির শুধু চারদিনের এক প্রশিক্ষণ নয়, বরং জীবন গঠনের এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতের সমাজ নির্মাতা এই যুবকরাই হবেন আগামী দিনের রোল মডেল।”
এই প্রশিক্ষণ শিবির যেন তরুণ মননে আলোর বার্তা জাগিয়ে তোলে— এমনটাই প্রত্যাশা আয়োজকদের।