জলপাইগুড়ি : কর্মসূত্রে বা পড়াশোনার জন্য সন্তান বাইরে থাকলে পরিবারের কারও মৃত্যু হলে মৃতদেহ সংরক্ষণ করতে না পারার সমস্যার সমাধান এল জলপাইগুড়ি শহরে। রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে শনিবার উদ্বোধন হলো মৃতদেহ সংরক্ষণের ফ্রিজার সার্ভিস (Freezer Coffin Service)।
শহরের ক্লাব রোডে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে এক কর্মসূচির মাধ্যমে পরিষেবার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ। রবিবার থেকে এই পরিষেবা সকলের জন্য চালু হবে।
জলপাইগুড়ি শহরের অনেক পরিবারের সন্তান কর্মসূত্রে বা পড়াশোনার কারণে ভিন রাজ্য বা বিদেশে থাকেন। বাড়িতে বয়স্ক পরিজনদের মৃত্যু হলে সন্তানদের দেরি করে আসার ফলে মৃতদেহ সংরক্ষণে সমস্যার মুখোমুখি হতে হয়। বাধ্য হয়ে প্রিয়জনের অনুপস্থিতিতেই দাহ করতে হয়।
জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, এই ফ্রিজার সার্ভিসে একটি মৃতদেহ একটানা তিন দিন সংরক্ষণ করা যাবে। গরিব মানুষের জন্য এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। অন্যদের ক্ষেত্রে প্রতিদিন ৭০০ টাকা রক্ষণাবেক্ষণ খরচ দিতে হবে।

জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ বলেন, “এই পরিষেবা শহরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ নেওয়ার জন্য সংগঠন দুটিকে ধন্যবাদ জানাই।”
রোটারি ক্লাব করলাভ্যালি জলপাইগুড়ির সভাপতি সুজয় রায় বলেন, “এমন পরিষেবার অভাব ছিল শহরে। ভবিষ্যতে আরও মানুষ উপকৃত হবেন।”
জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, “পরিবারের প্রিয়জনেরা যাতে সঠিক সময়ে পৌঁছে শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে।”
এই পরিষেবা চালুর ফলে শহরবাসীর বহুদিনের এক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হলো বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।