“অচেনা আন্টার্কটিকা” থেকে বিজ্ঞানমনস্ক ভবিষ্যতের খোঁজে—জলপাইগুড়িতে বিজ্ঞান ভারতীর ব্যতিক্রমী উদ্যোগ

জলপাইগুড়ি, ৩ মে: কুয়াশার পর্দা সরিয়ে বিজ্ঞানের আলোয় আলোকিত হল জলপাইগুড়ি। বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ শাখার উদ্যোগে শতবর্ষ ভবনের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী বিজ্ঞান সচেতনতা মূলক সেমিনার—”অচেনা আন্টার্কটিকা”।

শহরের ১৭টি বিদ্যালয় ও ৪টি কলেজ থেকে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই সেমিনারে। নতুন কিছু জানার তৃষ্ণা নিয়ে তারা যেন সকলেই অন্বেষণের পথযাত্রী।

সেমিনারের মূল আকর্ষণ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের প্রধান ও ৩৯তম আন্টার্কটিকা অভিযানের সদস্য অধ্যাপক ড. পুনর্বাসু চৌধুরী। প্রজেক্টারের মাধ্যমে আন্টার্কটিকার রহস্যময় অভিযানের চিত্র তুলে ধরেন তিনি। বরফে মোড়া মহাদেশের অজানা বৈজ্ঞানিক তথ্য ও অভিযানের অভিজ্ঞতা শোনার সময় নিঃশব্দ শ্রোতা হয়ে উঠেছিল গোটা হলঘর।

সেমিনারের অন্যতম প্রাণ ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। নবীন মনগুলো প্রশ্ন ছুঁড়েছে আকাশে, আর ড. চৌধুরীর জবাব যেন সেই প্রশ্নের আঙুল ধরে পৌঁছে দিচ্ছিল ভবিষ্যতের সম্ভাবনার কাছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. বিপুল চন্দ্র সরকার, স্বাগত ভাষণে অধ্যাপক ড. কনক কান্তি বৈশ্য তুলে ধরেন এই উদ্যোগের প্রেক্ষাপট। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যোক্তা ও সোনাউল্লা বিদ্যালয়ের রসায়নের শিক্ষক ড. আশিস ব্যানার্জী, যিনি নিজে এই প্রজন্মকে বিজ্ঞানের পথে চালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *