জলপাইগুড়িতে হেরিটেজ ওয়াক: ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর পরিদর্শন ও হেরিটেজ তকমার প্রত্যাশা

জলপাইগুড়ি : দীর্ঘদিন ধরে হেরিটেজ তকমা পাওয়ার অপেক্ষায় থাকা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শনে নামল পুরসভা ও প্রশাসন। শুক্রবার জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল “হেরিটেজ ওয়াক”।

এই কর্মসূচির আওতায় একটি সুসজ্জিত ট্যাবলো নিয়ে পুরসভার চেয়ারম্যান, মহকুমা শাসক, শহরের বিশিষ্টজনেরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা শহরের ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। শোভাযাত্রায় অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ আমলে নির্মিত জলপাইগুড়ি সদর হাসপাতালের লাল বিল্ডিং, দেড়শো বছরের পুরনো সেন্ট মাইকেল এন্ড অল এঞ্জেল চার্চ, বড় পোস্ট অফিস ভবন, এবং আরও অন্যান্য ঐতিহাসিক স্থাপনা।

জলপাইগুড়ির এই ঐতিহাসিক স্থানগুলো দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারের হেরিটেজ তকমা পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই কর্মসূচি শহরের প্রাচীন স্থাপনাগুলোর গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি হেরিটেজের স্বীকৃতির দাবিকে আরও জোরালো করবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

এই প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোকে হেরিটেজ তকমা দেওয়া এবং নতুন প্রজন্মকে এই স্থাপনাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য।”

Heritage Walk in Jalpaiguri: Visiting the traditional structures and hoping for the heritage tag

জলপাইগুড়ির এই হেরিটেজ ওয়াক শুধু শহরের ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা বৃদ্ধিই নয়, বরং ঐতিহাসিক গুরুত্বকে আরও ভালোভাবে তুলে ধরতে সাহায্য করবে। নতুন প্রজন্মের কাছে জলপাইগুড়ির ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *