সঞ্জয় হালদার, শিলিগুড়ি, ২৬ অক্টোবর’২৩ : দিনের পর দিন বাড়িতেই চলছিল মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে গৃহকর্ত্রী সহ এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়ির পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশ্রমপাড়ার এলাকার এক গৃহকর্ত্রী তার বাড়িতে দীর্ঘ কয়েক বছর থেকে মধুচক্র চালাচ্ছিলেন। সেখানে অচেনা বহু যুবক-যুবতিদের যাতায়াত ছিল বলে জানা গিয়েছে।তাদের সন্দেহ হওয়াতে বুধবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়িতে এই বিষয়ে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের পরই ঘটনাস্থলে পৌঁছে বাড়িটিতে হানা দেয় পুলিশ। সেখানে এক যুবতী এবং এক যুবককে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। এরপর শচীন ভগত নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ এবং বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও পাঁচজন যুবতীকে। পাশাপাশি এদিন সকালে গ্রেফতার করা হয় বাড়ির গৃহকর্ত্রীকেও। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।