পুকুরে ভেসে উঠল গৃহবধূর দেহ; চাঞ্চল্য রাজগঞ্জের মান্তা দাড়ি গ্রামে

রাজগঞ্জ, জলপাইগুড়ি : নিখোঁজ থাকার একদিন পর পুকুরে ভেসে উঠল এক গৃহবধূর নিথর দেহ। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের মান্তা দাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম পুস্পা রায়, বয়স প্রায় ৪৫, স্বামী করুনা রায়।

পরিবারের দাবি, শনিবার বিকেলে বাড়ির ছাগল চরাতে বেরিয়েছিলেন পুস্পা। তারপর আর তিনি ফিরে আসেননি। সারাদিন খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস মেলেনি। অবশেষে রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজলডোবা ফাঁড়ির পুলিশ

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কীভাবে এই মৃত্যু তা স্পষ্ট নয়। পরিবারের দাবি, “পুস্পা খুব সাধারণভাবে জীবন কাটাত। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা আমাদের জানা নেই।”

গ্রামের মানুষজন স্তব্ধ। কেউ বলছেন দুর্ঘটনা, কেউ বা অন্য কিছুর আশঙ্কা করছেন। তবে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের পরিবারে শোকের ছায়া। এক অনির্বচনীয় রহস্য ঘিরে রেখেছে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *