সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জানুয়ারি’২৪ : জলপাইগুড়ি থেকে উদ্ধার হল একটি বিশাল আকৃতির রক পাইথন। যাকে ঘিরে উত্তেজনা জলপাইগুড়ি শহরের কাদোবাড়ি এলাকায়। সাপটিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায় সেই এলাকায়। এরপর খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়িকে। গ্রীন জলপাইগুড়ির সদস্যরা সেখানে পৌঁছে পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস।

তিনি বলেন, সচরাচর জলপাইগুড়িতে রক পাইথন দেখা যায় না। এটি পাহাড়ি সাপ। এটা কেন কীভাবে এই এলাকায় এলো তা বন দপ্তর তদন্ত করে বলতে পারবে। সম্ভবত জলপাইগুড়ি শহর এবং শহরতলীতে এই প্রথম রক পাইথন উদ্ধার হল।

এই এলাকায় বার্মিজ পাইথন অনেক উদ্ধার হয়েছে। সাপটি লম্বায় সাড়ে সাত ফিটের মতো হবে বলে জানিয়েছেন অঙ্কুর বাবু। এদিন স্থানীয়রা, অজগরটিকে দেখতে পেয়ে খবর দেন এই সংগঠনের সদস্যদের । খবর পেয়ে সংগঠনের সদস্যরা হাজির হন এবং অজগরটি উদ্ধার করে নিয়ে যান। পরবর্তীতে সেটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।