নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ট্রাকের সামনে “অন পিডিএস ডিউটি” লেখা রয়েছে। আর সেই ট্রাকে করেই বেআইনি কাঠ পাচারের ছক করেছিল পাচারকারীরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে গোশালা মোড়ের জাতীয় সড়কে ওৎ পেতে বসেছিলেন। সাদা পোশাকে পুলিশের টিম নজরদারি চালিয়ে যাচ্ছিলেন।

গোশালা মোড়ে ট্রাকটি আসা মাত্রই পুলিশ সেটিকে আটক করে। সেই ট্রাকের সামনে “অন পিডিএস ডিউটি” লেখা ছিল। ট্রাকে সরকারি সামগ্রী রয়েছে বলে জানানো হয়। এরপর পুলিশ ট্রাকের ত্রিপল তুলে দেখতেই হতবাক। ট্রাক ভর্তি টুন কাঠ ছিল। সেই কাঠের কাগজ ছাড়াই পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

ট্রাক সহ ট্রাকের চালক ও আরও এক সঙ্গীকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বক্সা ও ভুটান সীমান্তের জঙ্গল থেকে টুন কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল শিলিগুড়ির দিকে। ঘটনার তদন্তে পুলিশ।