নতুন কোন কাজ নয়, জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পুরোনো কাজ সম্পূর্ণ করতে জোর

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ আগস্ট : নতুন কোন কাজ নয়, জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পুরোনো কাজ সম্পূর্ণ করতে জোর দিলেন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার জলপাইগুড়ি জেলাশাসক দফতরের প্রশাসনিক বৈঠকে বসলেন মন্ত্রী, বৈঠকে ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ এছাড়া জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

In Jalpaiguri district emphasis is on completing the old work of the North Bengal Development Department

জলপাইগুড়ি জেলায় এই মুহূর্তে ১৬টি উন্নয়ন মূলক কাজ চলছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে। কাজগুলির মধ্যে রয়েছে সেতু, মার্কেট কমপ্লেক্স, রাস্তা সহ বিভিন্ন কাজ। কিছু কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে, আবার কিছু কাজ শেষ হয়ে গেছে, হ্যান্ডওভার করা বাকি আছে। এই ধরণের কাজ কেন আটকে আছে সেই বিষয়ে আলোচনা করেন মন্ত্রী। যেসব কাজ বন্ধ হয়ে আছে সবটাই খতিয়ে দেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, “দিনবাজারের দোকান নিতে চাইছেন না ব্যবসায়ীরা। ট্রান্সফরমারের সমস্যা রয়েছে। এটা অবশ্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিষয় নয়, তবুও আলোচনা করে দেখা হবে বিষয়টি নিয়ে। এছাড়া পার্কিংয়ের যদি সমস্যা থাকে সেটা প্ল্যানের সমস্যা হতে পারে৷ দিনবাজারের সমস্যা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *