সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ জানুয়ারি’২৪ : দেরি করে আসায় স্কুলে ঢুকতে দেওয়া হল না ছাত্রীদের। এমনকি মিড ডে মিল কর্মীদেরও ঢুকতে দেওয়া হল না স্কুলে। বুধবার সকালে চাঞ্চল্যকর এই দৃশ্য দেখা যায় জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। নির্দিষ্ট সময়ের পর স্কুলে আসায় তাদের জন্য গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেক অভিভাবক ছাত্রীদের স্কুলে নিয়ে এলেও তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এমনকি স্কুলের এক শিক্ষিকাকেও খাতা নিতে এসে বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্কুলের গেটের সামনে নিয়মাবলীর একটি বিজ্ঞপ্তি লাগানো রয়েছে। তাতে লেখা রয়েছে ১০.৪৫ এরপর কোনও ছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

কারণ, সকাল ১০.৫০ থেকেই শুরু বিদ্যালয়ের প্রথম পিরিয়ড। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, শিক্ষা দপ্তরের নিয়ম মেনেই চলছি আমরা।