আগামী তিনমাসে বিশ্বের ৮০ কোটি মানুষের করোনা হবে!

শুভজিত পোদ্দার : আবারও আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি। আগামী তিনমাসে বিশ্বের ৮০ কোটি মানুষের করোনা হবে! এমনটাই হাড়হিম করা সতর্কবার্তা দিল আমেরিকা। সম্প্রতি করোনা থেকে স্বস্তি পাওয়া গেলেও আবারও সেই করোনা চোখ রাঙানো শুরু করে দিয়েছে। এই নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগ ছড়াচ্ছে।

প্রতিবেশী দেশ চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিচ্ছে। তার নাম অমিক্রণ বিএফ সেভেন। এতে ওই দেশে ইতিমধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চিনে হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। গণঅন্ত্যেষ্টি করতে বাধ্য হচ্ছে জিংপিং সরকার। ভারতের জন্যও তা বেশ উদ্বেগজনক। গুজরাতের দুই এবং ওড়িশার একজন এনআরআইয়ের শরীরে ওমিক্রন বিএফ-৭ পাওয়া গিয়েছে। চীনের মতো একই পরিণতি ভারতেরও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে লাল সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে বিশ্বের অন্য দেশগুলির পরিস্হিতির ওপর নজর রাখলে দেখা যাচ্ছে, জাপানে একদিনে ৭২ হাজারের বেশি নাগরিকের নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ১৮০ জনের। ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ হাজার। মৃত ১৪০ জন। কোরিয়ায় ২৬ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩৯ জন। আমেরিকায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত ১৯ হাজার। ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১২ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃত্যু হয়েছে ৩ জনের।

আগামী তিন সপ্তাহে চিনে ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতেও তা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। প্রাক্তন এইমস কর্তা রণদীপ গুলেরিয়া জানান, করোনার বিরুদ্ধে ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। টিকাকরণও হয়েছে। তবে কোনও নতুন ভ্যারিয়েন্ট হঠাৎ পরিস্থিতি উদ্বেগজনক করে তুলতে পারে। তাই ভয় না পেয়ে দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, বুধবার করোনা ইস্যুতে বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করলেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। নয়া দিল্লিতে হওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে মাস্ক পরে থাকতে দেখা যায় মন্ত্রীকে। বৈঠকে ছিলেন নীতি আয়োগের সদস্য ডক্টর ডিকে পাল, কোভিড ওয়ার্কিং গ্রুপ এনটিএজিআই-র চেয়ারম্যান ডক্টর এনকে আরোরা, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিজি রাজীব বহল প্রমুখ। নাগরিকদের সচেতন করতে প্রত্যেকেই মাস্ক পরে বৈঠকে যোগ দেন এদিন। বৈঠকের পর নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পাল বলেন, যারা বুস্টার ডোজ পাননি, তাদের অবশ্যই তা নিতে হবে। জনবহুল স্থানে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা থেকে বাঁচতে মাস্ক পরা জরুরি। এখনও পর্যন্ত বিমান চলাচলের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই বলেও জানালেন ডক্টর পাল। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে ভারতের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হয়েছে। বিদেশ থেকে আগত উড়ানগুলির ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরগুলিকে বিভিন্ন বিধিনিষেধ মানতে নির্দেশ দিচ্ছে সরকার।

এদিকে, আসন্ন করোনা পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে এ রাজ্যেও পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এ নিয়ে তিনি একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতো নজরদারি কমিটিও গঠন করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ওই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবকে। জানা গিয়েছে, বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন একজন। সামনেই উৎসবের মরসুম। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ভিড় বাড়বে বিভিন্ন জায়গায়। তা মাথায় রেখেই স্বাস্থ্য দফতর ওই নজরদারি কমিটি গঠন করেছে। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবারই বৈঠকে বসতে পারে ওই কমিটি।

এদিকে, স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কলকাতা পুরনিগম। মূলত সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুর প্রশাসন। শহরের জনবহুল এলাকায় মাস্ক পরার ওপর জোর দিতে চলেছে তারা। ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘করোনা পরীক্ষাকেন্দ্রগুলি প্রস্তুত রাখা হচ্ছে।’

দেখুন ভিডিও

নতুন করে করোনা পরিস্থিতি থেকে রক্ষা পেতে সরকার নির্দেশিত সমস্ত রকম নির্দেশিকা পালন করা নাগরিকদের কর্তব্য। তাই জলপাইগুড়ি নিউজ পরিবারের তরফ থেকে সবার কাছে অনুরোধ, সচেতন থাকুন, সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *