অগ্নি‌ নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত খতিয়ে দেখতে পরিদর্শন দমকল বিভাগের (ভিডিও সহ)

জলপাইগুড়ি : জনবহুল এলাকার থাকা বিভিন্ন হোটেল, ফাস্ট ফুডের দোকান, শপিং মল ও কারখানা‌য় আচমকাই অভিযান চালালো দমকল বাহিনী। এই অভিযানের মাধ্যমে অগ্নি‌ নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা‌ খতিয়ে দেখেন তারা। আজকাল বেশিরভাগ ফাস্ট ফুডের দোকান ও কারখানা‌য় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে রাখা‌ হয় না বলে অভিযোগ রয়েছে। এজন্য বিভিন্ন ফাস্ট ফুডের দোকান ও কারখানা‌য় গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটার সম্ভাবনা থাকে।

Inspection of fire department to check fire fighting system

সাম্প্রতিককালে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে। এরপর থেকেই নড়েচড়ে বসেছে দমকল বিভাগ। জলপাইগুড়ি শহরে যত্রতত্র গজিয়ে ওঠা বিভিন্ন ফাস্ট ফুডের দোকান ও কারখানা‌র পাশাপাশি শপিং মলগুলোতে অগ্নি নির্বাপক ব‍্যবস্থা না থাকলে জরিমানা করার কথা জানায় দমকল বিভাগ। শহরে এমন প্রায় শতাধিক ফাস্ট ফুডের দোকান, হোটেল ও কারখানা‌ রয়েছে। দমকল বাহিনী এদিন কয়েকটি জায়গায় অভিযান চালায়। দমকল বিভাগের আধিকারিকরা এই অভিযান চালিয়ে ব‍্যবসায়ী‌দের সতর্ক করে দেন। জলপাইগুড়ি ফায়ার স্টেশনের ওসি গোবিন্দ রায় বলেন, প্রত‍্যেক মাসেই এই ধরনের রুটিন ইনস্পেকশন করা হয় শপিং মল, হোটেল সহ বড়ো দোকানে। ফায়ার অডিট , ফায়ার সিস্টেম ঠিক রয়েছে কী না। এছাড়াও ফায়ারের ইকিউমেন্ট ঠিক ঠাক রয়েছে কী না সেই সময় বিষয়গুলি দেখার পাশাপাশি কর্মীদের এবং ক্রেতাদের সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *