সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ জুলাই ২০২২ : ফের সিভিক ভলেন্টিয়ারের সততার পরিচয়। শনিবার ডিউটিরত এক সিভিক ভলেন্টিয়ার রাস্তায় মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে তা জমা করেন জলপাইগুড়ি সদর ট্রাফিক অফিসে। শিলিগুড়ির জনৈক বাসিন্দা অমিত গুপ্তা ফোনটি শনিবার বিকেলে হারিয়ে ফেলেন শহরের শান্তি পাড়া এলাকায় বলে দাবি।

ওই এলাকায় একটি টোটোতে বসার পর তার মোবাইল ফোনটি তিনি খুঁজে পাচ্ছিলেন না। ফোনটি হারিয়ে কিছুটা বিমর্ষ হয়ে পড়েন তিনি। অন্যান্যদের পরামর্শে তিনি যোগাযোগ করেন জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের সাথে। যেহেতু সদর ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার প্রসেনজিৎ সরকারেরই হাতেই মোবাইলটি পড়েছিল তাই তার মোবাইল ফোনটি ফেরত পেতে সমস্যা হয়নি। ফোন ফেরত পেতে তিনি উপস্থিত হন জলপাইগুড়ি সদর ট্রাফিক অফিসে। ফোনটি ফেরত পেয়ে ধন্যবাদ জানিয়েছেন অমিতবাবু জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার প্রসেনজিৎ সরকারকে। এবিষয়ে সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন, উপযুক্ত প্রমাণ পাওয়ার পর আমরা প্রাপকের হাতে ফোনটি ফিরিয়ে দিই। এর আগেও বেশ কিছু জিনিস সিভিক ভলেন্টিয়াররা পেয়ে সদর ট্রাফিক অফিসে জমা করেন এবং পরে আমরা সে সব জিনিস উপভোক্তাদের হাতে তুলেও দিই। অমিতবাবু ফোনটা ফেরত পাওয়াতে আমাদেরও স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে বলে জানান তিনি। অন্যদিকে ট্রাফিক ওসি জানান প্রায় এক সপ্তাহ আগে মোহিত নগর এলাকায় একটি বড় ব্যাগ পাওয়া গিয়েছে যার মধ্যে বিভিন্ন কাপড় ও শিশুর বইপত্র রয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে জলপাইগুড়ি সদর ট্রাফিক অফিস থেকে এই ব্যাগ নিয়ে যাওয়ার জন্য সেই ব্যক্তি বা ব্যক্তিদের আহ্বান করেছেন তিনি।