মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের রাজত্ব চলছে কটাক্ষ অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ : মহাকুম্ভের পদপিষ্টের ঘটনা তুলে ধরে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের বিরোধিতা করে তাঁর কটাক্ষ, মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের রাজত্ব চলছে। মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বারে পরিণত করেছে। তাঁর পাল্টা দাওয়াই, উনি যত মৃত্যুকুম্ভ বলবেন, ততই পুণ্যার্থীদের ভিড় বাড়বে। কুম্ভমেলা শেষ হতে এখনও সাতদিন বাকি। অথচ পুণ্যার্থীদের ঢল চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *