কুয়াশার চাদরে ঢাকলো জলপাইগুড়ি শহর ও শহর লাগোয়া এলাকা

সংবাদদাতা, জলপাইগুড়ি : এবছর প্রথম কুয়াশায় ঢেকেছে জলপাইগুড়ি শহর ও শহর লাগোয়া এলাকা, নামতে শুরু করছে পারদ! শীতের আমেজ পরতেই শুক্রবার সকাল থেকে রাস্তার পাশে চায়ের দোকানে ভিড় লক্ষ্য করা যায়। গা গরম করতে ধোঁয়া উঠা চায়ের কাপে চুমুক দিচ্ছেন অনেকে। অন্যদিকে ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সবটাই ঢেকে গেছে। দুর্ঘটনা এড়াতে বাইক থেকে শুরু করে বড় গাড়ির চালকেরা হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছেন রাস্তায়। এ দিন সকাল থেকে কুয়াশার জেরে প্রায় একশো মিটার পর থেকে দৃশ্যমানতা কম অর্থাৎ সবকিছুই ঝাপসা দেখা যাচ্ছিল। সকাল থেকেই রাস্তায় কোনও কোনও গাড়ি হেডলাইট আবার কোনও গাড়ি ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে চলাচল করছে এমনটাই দৃশ্য দেখা গেল। এরই মধ্যে শুরু হয়েছে স্বাভাবিক কর্মজীবন, স্কুল মুখি খুদে পড়ুয়ার দল থেকে প্রাত ভ্রমণকারীরা বেশ উপভোগ করছে কুয়াশাময় সকাল। কুয়াশার কারণে এবছর প্রথম অনেকটাই শিরশিরে ভাব অনুভূত হচ্ছে সকলে। এদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যে শীত ঢুকে গেছে কয়েকদিন হল। এখন তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হবে। আর কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *