জলপাইগুড়িতে উড়লো গেরুয়া আবির; নাচলেন বিজেপি নেতারা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ ডিসেম্বর’২৩ :-তিন রাজ্যে গেরুয়া ঝড়ের প্রভাব পরলো জলপাইগুড়িতে। উল্লেখ্য ৪২ শে ৩৫ পাবো, আবির মেখে তিন রাজ্যে জয়ের আনন্দে মাতোয়ারা জলপাইগুড়ি বিজেপি। রবিবার সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে মিজোরাম ছাড়া বাকি চার রাজ্যের মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান এবং তেলেঙ্গানা রাজ্যের ভোটের ফলফল সামনে আসতেই দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও উড়লো গেরুয়া আবির।

Jalpaiguri flew ocher Abir;  BJP leaders danced

তিন রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গড়তে চলেছে বিজেপি সেই আনন্দ সবার মধ্যে ভাগ করে নিতে এদিন শহরের ডিবিসিরোড এলাকার বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে ঢাক ঢোল নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হতে দেখা গেলো নেতা কর্মীদের।এই প্রসঙ্গে বিজেপির টাউন মন্ডল একের সভাপতি মনোজ কুমার শা বলেন, তিন রাজ্যের মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে, এই ফলফলের রেস পরবে পশ্চিমবঙ্গে ও, আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২ টি আসনের মধ্যে বিজেপি ৩৫ টিতেই জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *