জলপাইগুড়ি: শহরের যানজট সমস্যার সমাধানে ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। শনিবার কোতয়ালি থানা মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী, পুর কর্মী ও আধিকারিকরা।
উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী জানান, “পুরসভা শুধু জল, আলো বা রাস্তা তৈরির মতো কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পুর পরিষেবাকে নতুন মাত্রা দিতে শহরের নাগরিকদের সুবিধার্থে ৩০টি পার্কিং জোন তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি, শহরে রেজিস্ট্রেশনবিহীন টোটো বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
সরস্বতী পুজোর আগেই পার্কিং জোনগুলি চালু করার পরিকল্পনা রয়েছে পুরসভার। এ উদ্যোগ শহরের যানজট সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সৈকত চ্যাটার্জীর বক্তব্য, “শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে পুরসভা কার্যত নিষ্ক্রিয়। তবে এবার পুরসভা নাগরিক পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়।”
কিন্তু জলপাইগুড়ি শহরের রাস্তা এমনিতেই সংকীর্ণ, আর সেই সংকীর্ণ রাস্তায় পুরসভার পার্কিং জোন তৈরি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে।
শুধু পার্কিং জোন করলেই যে যানজট নিরসনে হবে তেমনটাও নয়, সাধারণ মানুষের চলাচলের জন্য বেদখল হয়ে যাওয়া ফুটপাত উদ্ধার করতে হবে। সেইসাথে শহরে কঠোর হাতে টোটো নিয়ন্ত্রণ করতে হবে।