জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার সচেতনতা অভিযান; শহরে ফগিং ও স্প্রে কর্মসূচি (ভিডিও সহ)

জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পালন করা হল বিশ্ব ডেঙ্গি দিবস। প্রতিবছর ১৬ মে পালন করা হয় এই দিনটি৷ মশা বাহিত যে সমস্ত ভাইরাল সংক্রমণ হয় সেগুলো মধ্যে ভয়াবহ হল ডেঙ্গি। প্রতিবছর ডেঙ্গি প্রকোপ বাড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি ম্যালেরিয়া প্রকোপ দেখা যায় বিভিন্ন এলাকায়। মানুষকে সচেতন করতে শুক্রবার পুরসভার উদ্যোগে ডেঙ্গি মোকাবিলায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হল পুরসভার উদ্যোগে।

Jalpaiguri Municipality's awareness drive on the occasion of National Dengue Day; Fogging and spraying program in the city

শহরের কোতোয়ালি থানা থেকে ডেঙ্গি মুক্ত শহর গড়ার ডাক দিল পুরসভা। এ দিন থানা চত্বরে মশা লার্ভা ধ্বংস করতে স্প্রে করার পাশাপাশি মশা মারার কামান দিয়ে ধোয়া দেওয়া হয়। থানা চত্বরে বিভিন্ন গাড়ির টায়ার জমা জলে মশার লার্ভা ধ্বংস করার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি থানা মোড়ের বিভিন্ন চায়ের দোকান রয়েছে, চায়ের ফেলে দেওয়া কাপের জমা জলে ডেঙ্গি মশার আঁতুড়ঘর হতে পারে এই কারণে সেখানেও স্প্রে ও ধোয়া দেওয়া হয়। পুরসভার দাবি, প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে ডেঙ্গি রুখতে পুর কর্মীরা কাজ করে যাচ্ছেন। এ দিনের কর্মসূচিতে পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। উপ পুরপ্রধান সৈকত চ্যাটার্জী বলেন, “ভাঙা পাত্র, বালতি, ফুলের টপে জল জমতে দেওয়া যাবে না। ডেঙ্গি দিবসে শহরবাসীকে সচেতন করতে এদিনের উদ্যোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *