জাতীয় স্তরের তাইকোন্ডো‌ প্রতিযোগিতায়‌ বড় সাফল্য পেল জলপাইগুড়ির খেলোয়াড়েরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ জানুয়ারি’২৪ : কলকাতায় আয়োজিত জাতীয় স্তরের তাইকোন্ডো‌ প্রতিযোগিতায়‌ বড় সাফল্য পেল জলপাইগুড়ির খেলোয়াড়েরা। বাংলার হয়ে ৪টি সোনা, ৪ টি রুপা ও ৫ টি ব্রোঞ্জ পদক সহ মোট ১৩ টি পদক‌ জয় করে নজর কেড়েছে জলপাইগুড়ির খুদে‌ তাইকোন্ডো‌ দল।

Jalpaiguri players achieved great success in national level Taekwondo competition

কলকাতায় আয়োজিত এই তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে বাংলা ছাড়াও অসম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় ও মহারাষ্ট্র সহ দেশের আঠারোটি রাজ্যের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। সেখানে বাংলা দলের হয়ে জলপাইগুড়ি তাইকোন্ডো আকাদেমির ১৪ জন খেলোয়াড় অংশ নেয়। তাদের মধ্যে সোনা জয় করেছে। পেয়েছে রূপা‌ও। এছাড়াও ব্রোঞ্জ পদক‌ পেয়ে জলপাইগুড়ির নাম‌ উজ্জ্বল করেছে। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন প্রশিক্ষক দিবাকর রায় ও রেফারি টিনা দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *