সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়িতে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ শনিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্তর অরবিন্দ নগর এলাকার বাড়িতে আসেন অধীর বাবু। কিছুটা সময় অধীর বাবু পিনাকী সেনগুপ্তের সাথে কথা বলেন। খোঁজ খবর নেন তাঁর শারীরিক অবস্থার। এরপর তিনি চলে যান কলকাতার পথে। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই খবর পেয়ে অধীর বাবু পিনাকী বাবুর সাথে যোগাযোগ করেন। আজ শিলিগুড়িতে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে আসেন। সেখান থেকেই তিনি জলপাইগুড়ি আসেন পিনাকী বাবুর বাড়িতে।

রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পিনাকী বাবুর বাড়িতে এসে সরাসরি শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ায় পিনাকী বাবুর শারীরিক অবস্থার অনেকটাই ভালো হয়েছে বলে পিনাকী বাবু বলেন।
অধীর বাবু বলেন, পিনাকি সেনগুপ্ত একজন দক্ষ জেলা সভাপতি। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই এখানে আসা।
অধীর রঞ্জন চৌধুরীর জলপাইগুড়ি আসার বিষয়ে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে দারুন উৎসাহ দেখা যায় এদিন।